Thursday, October 21, 2021

করোনাকালে মানসিক সমস্যা বেড়েছে, ৭৪ শতাংশ শিশু–তরুণ চিকিৎসা নেয়নি

প্রথম আলো আয়োজিত ‘কোভিড–উত্তর বাংলাদেশে শিশু ও তরুণদের কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান
প্রথম আলো আয়োজিত ‘কোভিড–উত্তর বাংলাদেশে শিশু ও তরুণদের কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান
ছবি: সাইফুল ইসলাম

করোনাকালে নিরাপত্তাহীনতার বোধ থেকে অনেক শিশু ও তরুণ উদ্বেগ, দুশ্চিন্তা ও বিষণ্নতায় আক্রান্ত হয়েছে। তবে তাদের এই মানসিক সমস্যা যতটা গুরুত্ব পাওয়া উচিত, ততটা পায়নি পরিবারের কাছে। দীর্ঘদিন শারীরিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে থাকা শিশু–তরুণদের মানসিক অবস্থা শিক্ষকদের কাছেও তত গুরুত্ব পায়নি।

আজ বৃহস্পতিবার রাজধানীতে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা দেশের মানসিক স্বাস্থ্যসেবার সংকট তুলে ধরে এসব কথা বলেন। তাঁদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে শিশু–তরুণদের দক্ষতার সঙ্গে বেড়ে উঠতে এলাকাভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবায় মনোযোগ বাড়াতে হবে। মানসিক সমস্যাকে অসুস্থতা হিসেবে চিহ্নিত করে সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় পরামর্শক (প্যারা কাউন্সেলর) নিয়োগ দিতে হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‘কোভিড-উত্তর বাংলাদেশে শিশু ও তরুণদের কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শিরোনামের এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট ও প্রথম আলো। সহযোগিতায় ছিল ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন ও ডিজঅ্যাবলড চাইল্ড ফাউন্ডেশন।

শিশু ও তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় আয়োজক সংগঠনগুলো পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে গোলটেবিল বৈঠকে জানানো হয়, মানসিক সমস্যায় আক্রান্ত ৭৪ শতাংশ শিশু ও তরুণ কোনো চিকিৎসা নেননি। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের সদস্যদের বেশির ভাগই জানেন না তার এলাকায় মানসিক সমস্যার চিকিৎসার জন্য কোথায় সেবা পাওয়া যাবে। ৫৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছে, কোভিড তাদের শিক্ষাজীবনকে ব্যাহত করেছে। ২৫ শতাংশ জানিয়েছে, তাদের জীবনের আনন্দ-বিনোদনের ওপর প্রভাব ফেলেছে কোভিড। গত বছরের অক্টোবর–নভেম্বরে পরিচালিত জরিপে ঢাকা সিটি করপোরেশন এলাকার ৪টি ওয়ার্ড, যশোর সিটি করপোরেশনের ৪টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন পরিষদ এবং বাগেরহাট জেলার ৪টি ইউনিয়ন পরিষদে ৫ থেকে ৩০ বছর বয়সী ১ হাজার ৬০০ জন অংশ নেন। পাশাপাশি কথা বলা হয় সমানসংখ্যক অভিভাবকের সঙ্গে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের প্রকল্প পরিচালক এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক কামাল চৌধুরী মূল প্রবন্ধ ও জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, দেশে ৩০ হাজার মানসিক রোগীর জন্য একজন চিকিৎসক রয়েছেন। স্বাস্থ্য বাজেটের ১ শতাংশের কম বরাদ্দ রয়েছে মানসিক স্বাস্থ্য খাতে। বেশিসংখ্যক মানসিক স্বাস্থ্যকর্মী তৈরি করা গেলে চাহিদা ও সেবার মধ্যে ভারসাম্য আসবে। সমাজে করোনা মহামারিতে সৃষ্ট অসমতা মানুষের মধ্যে দুর্বলতা তৈরি করেছে। এটা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আলোচনায় সম্মানিত অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. সাইদুর রহমান বলেন, মানসিক সমস্যা নিয়ে সমাজে–পরিবারে একধরনের নেতিবাচক মনোভাব কাজ করে। যতক্ষণ পারা যায় তারা চিকিৎসকের কাছে না গিয়ে পরিবারগুলো নিজেরা সমাধানের চেষ্টা করে। পরিবার থেকে সন্তানের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিজেদের মতো করে কৌশল প্রণয়ন করতে হবে। সরকার মানসিক স্বাস্থ্যসেবায় জনবল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি) অধ্যাপক রোবেদ আমিন বলেন, মানসিক সমস্যা প্রতিরোধকে গুরুত্ব দিয়ে কাজ করা জরুরি। আর এ প্রতিরোধ শুরু করতে হবে পরিবার পর্যায় থেকে। মানসিক সমস্যাকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে দুটো উপজেলা ও জেলা হাসপাতালে মডেল প্রকল্প নেওয়া হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এদেশীয় পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য আইন ও কৌশলগত যেসব উপকরণ ও প্রস্তুতি প্রয়োজন, তার সবই দেশে রয়েছে। মানসিক স্বাস্থ্যকে দেখতে হবে বড় প্রেক্ষাপটে। কোন প্রেক্ষাপটে কী পদক্ষেপ নিলে সমাধান আসবে, তা বের করে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মানসিক স্বাস্থ্যে অসমতা ও বৈষম্যের প্রভাব করোনাকালে আরও স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার। তিনি বলেন, কোভিডের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মতো দক্ষতা শিশু–কিশোরদের থাকবে না। তাই পরিবার ও সমাজের উচিত বৈষম্যহীনভাবে এই শিশুদের যথাযথভাবে বেড়ে উঠতে সহায়তা করা এবং তাদের মানসিক সমস্যাগুলোকে চিহ্নিত করে চিকিৎসকের কাছে যাওয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশের জাতীয় পরামর্শক (মানসিক স্বাস্থ্য) হাসিনা মমতাজ বলেন, মানসিক স্বাস্থ্যে বিনিয়োগ বাড়াতে হবে এবং লোকজনকে এ বিষয়ে সচেতন করতে হবে।

বেসরকারি সংস্থা ব্র্যাকের হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন প্রোগ্রামের পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, মানসিক রোগী অনুসারে দক্ষ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞের ঘাটতি পূরণে মধ্যবর্তী সময়ের জন্য সরকারি–বেসরকারি উদ্যোগে এলাকাভিত্তিক ‘প্যারা কাউন্সেলর’ নিয়োগ করা যেতে পারে। মানুষ মানসিক চিকিৎসার জন্য কোথায়, কার কাছে যাবে, তা জানাবে এই প্যারা কাউন্সেলররা।

প্রথম আলো আয়োজিত ‘কোভিড–উত্তর বাংলাদেশে শিশু ও তরুণদের কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা
প্রথম আলো আয়োজিত ‘কোভিড–উত্তর বাংলাদেশে শিশু ও তরুণদের কমিউনিটিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা
ছবি: সাইফুল ইসলাম

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জোবেদা খাতুন বলেন, মানসিক বিকাশের জন্য যেসব চাহিদা প্রয়োজন, তা শনাক্ত করতে পারছেন না মা–বাবা। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেছে, কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যাতে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, সে জন্য শিক্ষকদেরও সংবেদনশীল হতে হবে।

ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, বিভিন্ন মডেল প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পেশাদারদের সহায়তা নিতে সমাজের লোকজনকে উদ্বুদ্ধ করতে হবে।

ডিজঅ্যাবলড চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসরিন জাহান বলেন, পরিবারে প্রত্যেক শিশুকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, যাতে সে মানসিক সুস্থতা নিয়ে বড় হতে পারে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দিন দিন প্রাত্যহিক জীবনে দুশ্চিন্তা ও উদ্বেগ বাড়ছে, যা মানসিক স্বাস্থ্যহানি ঘটাচ্ছে। করোনাকালে সমস্যাগুলো আরও বেড়েছে।

যশোর থেকে অংশগ্রহণকারী নাসরিন, ঢাকা থেকে মুক্তি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্য রফিক মৃধা এবং ডিজঅ্যাবলড চাইল্ড ফাউন্ডেশনের সদস্য শিরিন আকতার মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী।

 

অবশেষে দাপুটে বাংলাদেশ, ৮৪ রানের জয়ে সুপার টুয়েলভে

 ৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

এবার পাপুয়া নিউগিনি...

ওমান-বাধা পেরোনোর পর এবার বাংলাদেশের সামনে পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাওয়ার খাতা-কলমে সুযোগ আছে এখনো প্রতিটি দলেরই। পাপুয়া নিউগিনিকে মোটামুটি একটা ব্যবধানে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরের রাউন্ড।

সে ক্ষেত্রে পরের ম্যাচে স্কটল্যান্ড জিতলে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে রানার্স-আপ হয়ে। আর ওমান জিতলে বাংলাদেশের সুযোগ থাকবে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে যাওয়ারও। তবে এর আগে শর্ত- পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটা জেতা। এ দলটার বিপক্ষে এর আগে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। পাপুয়া নিউগিনি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ২১তম প্রতিপক্ষ।

এর আগের দুটি ম্যাচই বাংলাদেশ খেলেছে পুরোপুরি ফ্লাডলাইটের আলোয়। এবার দিনের প্রথম ম্যাচটি তাদের।

প্রথম আলোর লাইভ আপডেটে আপনাকে স্বাগত। ওমানের মাসকাটের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস কিছুক্ষণের মাঝেই। আজও কি বাংলাদেশ একাদশে আসবে কোনো পরিবর্তন?

১৫: ৩৫, অক্টোবর ২১

গ্রুপ 'বি'-এর সমীকরণ যেমন

২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্বের শেষ দিনে এসেও চারটি দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার। গ্রুপ ‘বি’–তে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি আজ মাঠে নামবে নিজেদের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর বাংলাদেশকে এখন সুপার টুয়েলভে যাওয়ার জন্য সমীকরণের হিসাবে যেতে হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশকে আজ সুপার টুয়েলভে যেতে কী করতে হবে

আজ কিছু সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে
১৫: ৩৮, অক্টোবর ২১

টস

টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

১৫: ৩৯, অক্টোবর ২১

একাদশ

আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ

লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আটাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিং ডরিগা, চ্যাড সোপার, ডেমিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ
ছবি: টুইটার
১৬: ০৪, অক্টোবর ২১

দ্বিতীয় বলেই নেই নাঈম

কাবুয়া ভাগি-মোরেয়ার প্রথম বলেই খোঁচা দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। তবে সেটা উইকেটকিপারের ঠিক আগে পড়ায় বেঁচে গিয়েছিলেন। পরের বলে অবশ্য বাঁচার কোনো সুযোগ থাকল না নাঈমের। লেগস্টাম্পের ওপরের বলটা ফ্লিক করেছিলেন, তবে ওপরে উঠেছে সেটা। মিডউইকেটে ভুল করেননি সেসে বাউ, পেছন দিকে পিছিয়ে নিয়েছেন ভালো একটা ক্যাচ। আগের ম্যাচে ফিফটি করা বাংলাদেশ ওপেনার ফিরেছেন কোনো রান না করেই। বাংলাদেশ প্রথম উইকেট হারাল দ্বিতীয় বলে, স্কোরবোর্ডে এখনো ০।

কাবুয়া ভাগি-মোরেয়া সফল হয়েছেন দ্বিতীয় বলেই
কাবুয়া ভাগি-মোরেয়া সফল হয়েছেন দ্বিতীয় বলেই
ছবি: টুইটার
১৬: ০৯, অক্টোবর ২১

তিনে সাকিব

আগেরদিন প্রথমে আউট হয়েছিলেন লিটন দাস, তিন নম্বরে পাঠানো হয়েছিল মেহেদী হাসানকে। তবে আজ বাঁহাতি নাঈম ফেরার পর এলেন সাকিবই। সাকিব আসার পরই স্লিপ এনেছিলেন পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা, এরপর অবশ্য সরিয়ে নিয়েছেন।

১৬: ১৬, অক্টোবর ২১

লিটনের ছয়

চ্যাড সোপারকে স্লগ সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছয় মেরেছেন লিটন দাস। তৃতীয় ওভারে এসে বাংলাদেশ পেয়েছে প্রথম বাউন্ডারির দেখা। লিটন এ শট দিয়ে ছাড়িয়ে গেছেন আগের দুই ম্যাচে নিজের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ১৫/১, ৩ ওভার।

১৬: ২১, অক্টোবর ২১

ছয়, চার, ‘সর্বোচ্চ স্কোর’

ডেমিয়েন রাভুর বলটা স্লটে পেয়েছিলেন সাকিব। লং-অন দিয়ে মেরেছেন ছয়। এরপর লিটন দাস পেয়েছেন মিসফিল্ডে একটা চার। শেষ পর্যন্ত এ ওভারে উঠেছে ১৬ রান। স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লের স্কোর বাংলাদেশ ছাড়িয়ে গেছে এরই মাঝে।

বাংলাদেশ ৩১/১, ৪ ওভার।

১৬: ৩৪, অক্টোবর ২১

পাওয়ার প্লে শেষে...

ষষ্ঠ ওভারে এসে প্রথমবার এসেছেন স্পিনার। অফস্পিনার সেসে বাউয়ের ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করতে গিয়ে মিস করেছেন লিটন দাস। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি। তবে পাপুয়া নিউগিনির নেওয়া রিভিউ কাজে আসেনি, ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। বাউয়ের প্রথম ওভারে হয়েছে তিনটি ডাবলস, উঠেছে ৮ রান।

স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ২৫ রান, ওমানের বিপক্ষে ২৯ রান তুলতে হারিয়েছিল ২ উইকেট।

বাংলাদেশ ৪৫/১, ৬ ওভার।

১৬: ৪২, অক্টোবর ২১

এসেই আঘাত ভালার, ফিরলেন লিটন

ম্যাচের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এলেন অধিনায়ক আসাদ ভালা। সফল হলেন প্রথম বলেই। তাঁকে স্লগ সুইপ করেছিলেন লিটন, ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন ২৩ বলে ২৯ রান করে। ৫০ রানে দ্বিতীয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

চারে এসেছেন মুশফিকুর রহিম, ওমানের বিপক্ষে তিনি নেমেছিলেন আট নম্বরে।

১৬: ৫০, অক্টোবর ২১

অবশেষে বাউন্ডারি!

চতুর্থ ওভারে ডেমিয়েন রাভুকে একটা চার মেরেছিলেন লিটন, এরপর ৩২ বলে হয়নি আর কোনো বাউন্ডারি। দশম ওভারে ভালার বলে স্কয়ার লেগ দিয়ে মারা সাকিবের ছয়ে কাটল সে খরা। ইনিংসে এটি মাত্র তৃতীয় বাউন্ডারি।

বাংলাদেশ ৭১/২, ১০ ওভার।

১৭: ০০, অক্টোবর ২১

আবার ব্যর্থ মুশফিক

সাইমন আটাইয়ের বলটা ছিল ‘লং-হপ’। তবে ক্রিজের মাঝে পড়া বলটা টেনে মেরে সরাসরি ডিপ স্কয়ার লেগের হাতে ধরা পড়লেন মুশফিক। হিরি হিরির অবশ্য ক্যাচটা নিয়েছেন দুই দফায়। মুশফিক ফিরেছেন ৮ বলে ৫ রান করেই।

বাংলাদেশ ৭৭/৩, ১১ ওভার।

৫ রান করেই ফিরেছেন মুশফিক
৫ রান করেই ফিরেছেন মুশফিক
ছবি: আইসিসি টুইটার
১৭: ০৮, অক্টোবর ২১

উত্তপ্ত মাসকাট

মুখোমুখি চতুর্থ বলে সেসে বাউকে লং-অন দিয়ে ছয় মেরেছেন মাহমুদউল্লাহ।

টুর্নামেন্টে এই প্রথম দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ। তাপমাত্রা বেশ ভোগাচ্ছে ব্যাটসম্যানদের। এরই মাঝে হেলমেট ছেড়ে ক্যাপ পরেছেন সাকিব, উত্তাপ টের পাচ্ছেন স্বাভবিকভাবেই।

অবশেষে দাপুটে বাংলাদেশ, ৮৪ রানের জয়ে সুপার টুয়েলভে
১৭: ১২, অক্টোবর ২১

দুর্দান্ত আমিনি, ফিরলেন সাকিব

গরমে ভুগছিলেন। ভালাকে এক হাতের শটে একটা ছয়ের পর আবারও তুলে মারতে গিয়ে চার্লস আমিনির দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন সাকিব। অফস্টাম্পের বাইরের বলটা টেনে মারতে গিয়েছিলেন, তবে টাইমিং হয়নি ঠিকঠাক। বাউন্ডারির কাছাকাছি থেকে অনেকটা ছুটে এসে সামনে ঝাঁপিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা ক্যাচ নিয়েছেন আমিনি। সাকিব থামলেন ফিফটির আগেই, ৩৭ বলে ৪৬ রান তার।

৬ ওভার বাকি থাকতে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৪তম ওভার শেষে স্কোর ১০৩ রান।

১৭: ২৭, অক্টোবর ২১

মাহমুদউল্লাহর ফিফটি

আগের ম্যাচে এসেছিলেন সাত নম্বরে। আজ অবশ্য মাহমুদউল্লাহ এসেছে পাঁচ নম্বরেই। পাপুয়া নিউগিনি বোলারদের দেওয়া সুযোগ ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক। ফুলটস, লেংথ বলকে শাস্তি দিচ্ছেন ভালোভাবেই।

চ্যাড সোপারের সর্বশেষ ওভারে মেরেছেন দুটি ছয়। শেষ বলে চার মেরে পূর্ণ করেছেন ফিফটি। ২৭তম বলে এ মাইলফলকে গেলেন তিনি।

বাংলাদেশ ১৪২/৪, ১৭ ওভার।

১৭: ৩৬, অক্টোবর ২১

নট-আউট, আউট, আউট

ডেমিয়েন রাভুর ফুলটসটা তুলে মেরেছিলেন মাহমুদউল্লাহ। তবে স্কয়ার লেগে ধরা পড়েছেন। নো-বল দেখার জন্য যাওয়া হয়েছিল টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানির কাছে। রিপ্লে দেখেও মনে হয়েছে, মাহমুদউল্লাহ আউটই। তবে জায়ান্ট স্ক্রিনে এরপর গ্যাফানির সিদ্ধান্ত শুরুতে দেখানো হয়েছিল আউট হিসেবে। যদিও ভুলটা বোঝা যাচ্ছিল তখনোই। একটু পরই জায়ান্ট স্ক্রিন দেখিয়েছে, মাহমুদউল্লাহকে ফিরতেই হচ্ছে।

২৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ওভারের শেষ বলে আউট হয়েছেন নুরুল হাসানও। শর্ট লেংথের বলটা আপার-কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি, ফিরেছেন কোনো রান না করেই।

বাংলাদেশ ১৫৩/৬, ১৮ ওভার।

১৭: ৪২, অক্টোবর ২১

আফিফ ২১(১৪)

ফিল্ডিংয়ে মুগ্ধ করেই চলেছে পাপুয়া নিউগিনি। কাবুয়া ভাগি-মোরেয়ার গতি কমিয়ে আনা বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি আফিফ হোসেন। ডেমিয়েন রাভু নিয়েছেন কাউ-কর্নারে আরেকটা ভালো ক্যাচ।

১৬১/৭, ১৯ ওভার।

১৭: ৫১, অক্টোবর ২১

সাইফউদ্দিনের শেষের ঝড়ে বাংলাদেশের ১৮১

ছয়, ছয়, চার। শেষ ওভারে সাইফউদ্দিনের ঝড়ে উঠলো ২০ রান। বাংলাদেশ তুলল ১৮১ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছিলেন মোহাম্মদ নাঈম। তবে সে চাপ বেশ ভালোভাবেই সামাল দিয়েছে বাংলাদেশ। তিনে নামা সাকিব আল হাসান করেছেন ৩৭ বলে ৪৬ রান। এরপর মাহমুদউল্লাহর ২৮ বলে ৫০ রানের ইনিংসের পর শেষ দিকে আফিফের ১৪ বলে ২১ ও সাইফউদ্দিনের ৬ বলে অপরাজিত ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহই। শেষ ৫ ওভারে উঠেছে ৬৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ১৮০ রান।

১৮: ১৫, অক্টোবর ২১

প্রথম আঘাত সাইফউদ্দিনের

সাইফউদ্দিনের ফুললেংথের বলটা ফ্লিক করতে গিয়ে মিস করে গেছেন লেগা সিয়াকা। রিচার্ড কেটেলবোরোর এলবিডব্লুর সিদ্ধান্তটা রিভিউও করেননি তিনি। করলে অবশ্য লাভও হতো না। বল ট্র্যাকিংয়ে উইকেটে ছিল আম্পায়ারস কল।

আজ দুই প্রান্ত থেকেই পেসারদের এনেছেন মাহমুদউল্লাহ। তৃতীয় ওভারে সফল হলেন সাইফউদ্দিন।

পাপুয়া নিউগিনি ১৩/১, ৩ ওভার।

১৮: ২০, অক্টোবর ২১

দুর্দান্ত নুরুল

ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে দুই দলের ফিল্ডিং-ই ছিল পিচ্ছিল। আজ পাপুয়া নিউগিনি ছিল দুর্দান্ত। শুরুটা দারুন হলো বাংলাদেশেরও। নিজের ডানদিকে ঝাঁপিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন নুরুল হাসান।

তাসকিনের লেগসাইডের বলে ব্যাট চালিয়ে নুরুলের হাতে ধরা পড়েছেন পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়েছে তারা।

১৮: ২৭, অক্টোবর ২১

এ শুধু ক্যাচের দিন!

চার্লস আমিনির দারুন এক ক্যাচে ফিরেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিব বোলিংয়ে এলেন, প্রথম বলেই ক্যাচ দিলেন আমিনি। মোহাম্মদ নাঈমের নেওয়া ক্যাচটা হয়তো ছাড়িয়ে গেল আমিনির ক্যাচটাও!

লং-অনে ডানদিকে অনেকটা দৌড়ে শেষ মুহুর্তে ঝাঁপ দিয়েছেন নাঈম, ভারসাম্য রেখেছেন দারুনভাবে। আসাদ ভালার পর চার্লস আমিনি- পাপুয়া নিউগিনির সেরা দুই ব্যাটসম্যান ফিরলেন দারুন দুই ক্যাচে।

২ বল পর ক্যাচ দিয়েছেন সাইমন আটাইও। এবার অবশ্য বেশ সহজই ছিল সেটা, ভুল করেননি মেহেদী হাসান। ৪ বলের ব্যবধানেই সাকিব নিলেন ২ উইকেট। ৫ ওভারের মাঝে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাপুয়া নিউগিনি, স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৫ রান।

১৮: ৩৫, অক্টোবর ২১

৭ ওভার শেষে

৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৫০ রান। ইনিংসের সে পর্যায়ে ২১ রান তুলতেই ৪ রান হারিয়ে ফেলেছে পাপুয়া নিউগিনি।

১৮: ৪৭, অক্টোবর ২১

৬ উইকেট নেই পাপুয়া নিউগিনির

স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাপুয়া নিউগিনির সর্বোচ্চ স্কোরার ছিলেন নরমান ভানুয়া। তবে আজ মেহেদীর ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে খেলতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়লেন কোনো রান না করেই। এর আগে সাকিবের বলে ফিরেছেন সেসে বাউ।

পাপুয়া নিউগিনি ২৮/৬, ১০ ওভার।

১৮: ৪৮, অক্টোবর ২১

আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব

হিরি হিরিকে দিয়ে ম্যাচের চতুর্থ উইকেট পেলেন সাকিব। ছুঁয়ে ফেললেন শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন আফ্রিদির সমান ৩৯ উইকেট সাকিবের। আফ্রিদি ৩৯ উইকেট নিতে খেলেছিলেন ৩৪ ম্যাচ। সাকিবের এটি ২৮তম ম্যাচ।

১৮: ৫৮, অক্টোবর ২১

ছয় নম্বর এক!

প্রথম ছয়ের জন্য নয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত অপেক্ষা করতে হলো পাপুয়া নিউগিনিকে। ইনিংসের ১৪তম ওভারে মেহেদী হাসানকে লং-অন দিয়ে ছয় মেরেছেন চ্যাড সোপার।

১৯: ০৩, অক্টোবর ২১

রইল বাকি দুই!

সাইফউদ্দিনের বলে স্টাম্প হারিয়েছেন সোপার। পাপুয়া নিউগিনি হারিয়েছে অষ্টম উইকেট।

১৯: ০৮, অক্টোবর ২১

৯ রানে ৪ উইকেট সাকিবের

৪ ওভার, ৯ রান, ৪ উইকেট। ব্যাটিংয়ে বাংলাদেশকে উদ্ধার করার পর বোলিংয়েও সেরা পারফরমার সাকিব আল হাসানই। এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবার ইনিংসে ৪ বা এর বেশি উইকেট নিলেন তিনি। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন ৯ রানেই।

সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং ২০১৮ সালে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেবার ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি।

১৯: ২০, অক্টোবর ২১

রইল বাকি এক

পাপুয়া নিউগিনির ইনিংসে সর্বোচ্চ জুটি দুইটি এল ৮ম ও ৯ম উইকেটে। ডাবলস নিতে গিয়ে কাবুয়া মোরেয়া রান-আউট হওয়ায় ভাঙল কিপলিং ডরিগার সঙ্গে তাঁর জুটি। পাপুয়া নিউগিনি হারিয়েছে নবম উইকেট।

১৯: ২৬, অক্টোবর ২১

উইকেটশূন্য মোস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের এটি ষষ্ঠ ম্যাচ। এর আগে পাঁচ ম্যাচেই পেয়েছিলেন উইকেট। তবে আজ থাকলেন উইকেটশূন্য। মোস্তাফিজের চতুর্থ ওভারে উঠেছে ১৪ রান। পাপুয়া নিউগিনি ইনিংসের সর্বোচ্চ রানের ওভারে এটিই।

১৯: ৩২, অক্টোবর ২১

রেকর্ড জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

ডরিগা অপরাজিত থাকলেন ৪৬ রানে, ৩৪ বল খেলে। তবে ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল পাপুয়া নিউগিনি। ৯৭ রানেই গুটিয়ে গিয়ে তারা হারল ৮৪ রানে।

টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। এর আগের জয়টি ছিল ৭১ রানের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে এ জয় পেয়েছিল বাংলাদেশ।

এ জয় দিয়ে সুপার টুয়েলভও নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। এ জয় দিয়ে এখন ‘বি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ওমানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটল্যান্ডই।

 

অভিমানি মাহমুদউল্লাহর চাওয়া ‘স্বাস্থ্যকর সমালোচনা’

 সংবাদ সম্মেলনে অভিমানী মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহর কণ্ঠে অভিমান ঝরল। অভিমান তিনি করতেই পারেন, স্কটল্যান্ডের বিপক্ষে হারের পরপরই যে সমালোচনার খড়্গ নেমে এসেছিল গোটা দলের ওপর। কিন্তু খেলোয়াড়েরা তো ইচ্ছা করে হারেন না। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানে জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন সেই কথা, হারের পর কষ্ট তো খেলোয়াড়দের কম লাগে নয়, অন্যদের চেয়ে বরং বেশি কষ্ট লাগে।

সংবাদ সম্মেলনে প্রশ্নটাও যুক্তিসংগত। স্কটল্যান্ডের বিপক্ষে দল হেরে গেলে সমালোচনা তো হবেই। কিন্তু সাধারণ ক্রিকেটপ্রেমীরা হাটে–মাঠে, চায়ের দোকানে নিজেদের মধ্যে আড্ডায় কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা করবেন, সেটি বিশ্বকাপের মতো আসরে খেলতে নেমে দলের মধ্যে কীভাবে প্রবেশ করে? এসব নিয়ে ক্রিকেটাররাই–বা কেন এত মাথা ঘামাবেন? উত্তরে মাহমুদউল্লাহর কণ্ঠে মানবিক অনুভূতিটা পরিষ্কার, ‘আমাদেরও সবকিছু স্পর্শ করে। আমরাও মানুষ। আমাদেরও অনুভূতি কাজ করে। আমাদের পরিবার আছে। আমাদের বাবা–মায়েরা টিভির সামনে বসে থাকে আমাদের খেলা দেখার জন্য। সন্তানেরা থাকে। তারা মন খারাপ করে। সামাজিক যোগাযোগমাধ্যম তো এখন সবার নাগালে। সবারই মোবাইল ফোন আছে।’

ব্যাট দিয়েও আজ অনেক কথার জবাব দিলেন মাহমুদউল্লাহ
ব্যাট দিয়েও আজ অনেক কথার জবাব দিলেন মাহমুদউল্লাহ
ছবি: বিসিবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলছেন, সমালোচনার সঙ্গে পরিচিত মাহমুদউল্লাহ। কিন্তু তিনি মনে করেন, সেই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়, সমালোচনার কারণে যেন ক্রিকেটারদের সামাজিকভাবে হেয় হতে না হয়, ‘সমালোচনা তো হবেই। আমরাও সমালোচনা আশা করি। খারাপ খেললে সমালোচনা হবেই। কেন হবে না? কিন্তু সমালোচনার মাধ্যমে যখন কাউকে ছোট করা হয়, সেটিই খুব খারাপ লাগে।’

কোনো ক্রিকেটারই ইচ্ছা করে খারাপ খেলেন না, এ কথা মনে করিয়ে দিয়ে মাহমুদউল্লাহর কথা, ‘অনেক প্রশ্ন এসেছে আমাদের স্ট্রাইক রেট, আমাদের তিন সিনিয়র ক্রিকেটারের স্ট্রাইক রেট ইত্যাদি নিয়ে। আমরা তো চেষ্টা করি। আপ্রাণ চেষ্টা করি। এমন নয় যে আমরা চেষ্টা করিনি। হয়তোবা ফল আমাদের পক্ষে আনতে পারিনি। সমালোচনা তো হবেই। কিন্তু এই সমালোচনা যেন স্বাস্থ্যকর হয়।’

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ক্রিকেটারদের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এতে কষ্ট পেয়েছেন মাহমুদউল্লাহ। ক্রিকেটারদের আত্মনিবেদন নিয়ে যেন কেউ প্রশ্ন না তোলেন, সবার কাছে মাহমুদউল্লাহর অনুরোধ এটিই, ‘বাংলাদেশের জার্সিটা যখন গায়ে তুলি, আমাদেরও অনুভূতি হয়। দেশের জন্য সবই থাকে। ব্যথা থাকে, কারও অনেক ধরনের ইনজুরি থাকে। আমরা ওগুলো নিয়েই খেলি৷ দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়েও খেলি। ভেতরের খবর অনেকেই জানে না। তো আমার মনে হয় এগুলো নিয়ে মন্তব্য করা ঠিক নয়। কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলাও উচিত নয়।’

সিনিয়রদের নিয়ে বিসিবি সভাপতির সমালোচনাও ভালো লাগেনি মাহমুদউল্লাহর
সিনিয়রদের নিয়ে বিসিবি সভাপতির সমালোচনাও ভালো লাগেনি মাহমুদউল্লাহর
ছবি: বিসিবি

টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডটা সহজেই উতরে যাবে বাংলাদেশ—প্রত্যাশাটা এমনই ছিল। কিন্তু এই রাউন্ডেই বেশ খানিকটা উত্থান–পতনের মধ্য দিয়ে যেতে হলো। এখন সুপার টুয়েলভটা নিশ্চিত হয়ে যাওয়ার পর হয়তো মনে হতে পারে, সামনের কঠিন ম্যাচগুলোর জন্য প্রস্তুতিটা ভালোই হলো বাংলাদেশের। মাহমুদউল্লাহ অবশ্য ব্যাপারটিকে এ চোখে দেখেন না। তাঁর উত্তরেও মিশে রইল একরাশ অভিমান, ‘আজকে ভালো খেলে পাপুয়া নিউগিনিকে হারিয়েছি দেখে অনেক কিছুই মনে হচ্ছে। আল্লাহর রহমতে আজ আমরা এমন পারফর্ম করেছি, যেটা আমরা দল হিসেবে চাইছিলাম। কিন্তু এক ম্যাচ খারাপ খেললেই আবার খুব করে সমালোচনা শুরু হয়ে যাবে। আমরা চেষ্টা করছি, দল হিসেবে যেন খুব ভালো করতে পারি।’

উত্থান–পতনের বিষয়টিও স্বাভাবিকই মনে করেন অধিনায়ক। তবে তিনি দলের মধ্যে স্থিরতাকে জরুরিই মনে করছেন, ‘এ সংস্করণের ক্রিকেটে উত্থান–পতন থাকবেই। এ সংস্করণে আপনি কখনোই নিখুঁত ক্রিকেট খেলতে পারবেন না। কখনো ভালো দিন যাবে, কখনো যাবে খারাপ দিন। দলের মধ্যে স্থিরতা থাকলে আমার মনে হয়, এ ব্যাপারগুলো আমরা সহজেই কাটিয়ে উঠতে পারব।’

 

Saturday, October 9, 2021

বড় জয়ে বিশ্বকাপ-প্রস্তুতি শুরু করল বাংলাদেশ

 ফিফটি পেয়েছেন লিটন ও নাঈম

ওমান ‘এ’ দলকে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। আজ ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল পুঁজি দাঁড় করান লিটন দাস-নুরুল হাসানরা। সেই রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৭ রান করে থেমেছে ওমান ‘এ’ দলের ইনিংস। ৬০ রানের বড় জয়ে ব্যাটিং-বোলিংয়ের প্রস্তুতিটাও ভালোই সেরেছে বাংলাদেশ দল।

অবশ্য এদিন কিছুটা দুশ্চিন্তার জন্ম দিয়েছিলেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। পিঠে টান লাগায় প্রস্তুতি ম্যাচটি না খেলে বিশ্রাম নিয়েছেন তিনি। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, ঝুঁকি না নিতেই মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। নিয়মিত অধিনায়কের বদলে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেন লিটন দাস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেন লিটন দাস
বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেন লিটন দাস
ছবি: টুইটার

অধিনায়কত্বের বাড়তি দায়িত্ব লিটনের ব্যাটেও যেন রান এনে দিল। ৩৩ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলেন জাতীয় দলের এই ওপেনার। মোহাম্মদ নাঈমকে নিয়ে লিটন প্রথম উইকেট জুটিতে গড়েন ১০২ রানের জুটি। স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে নাঈমও ফিফটি করেছেন। আর তাতে ২০৭ রানের বড় পুঁজি পেয়ে যায় বাংলাদেশ দল।

কাল ইনিংসের শুরু থেকেই ওমান ‘এ’ দলের বোলারদের ওপর চড়াও হন লিটন। ভালো উইকেটে শট খেলার স্বাধীনতা পেয়ে নিজের দক্ষতা দেখাতে কোনো কার্পণ্য দেখাননি। ৩২তম বলে চার মেরে পঞ্চাশ পেরিয়েছেন। পরের বলেই দুর্দান্ত এক ক্যাচে হয়েছেন আউট। তবে আউট হওয়ার আগেই ৬টি চার ও একটি ছক্কায় ৫৩ রান হয়ে গেছে তাঁর। তিনে নামা সৌম্য সরকারের সুযোগ ছিল দ্রুত কিছু রান যোগ করার। কিন্তু সে চেষ্টায় ৮ বলে ৮ রান করে আউট হন এই বাঁহাতি।

এরপর বড় ভুলটা করেন মুশফিকুর রহিম। সৌম্যর বিদায়ের পর ক্রিজে সময় কাটিয়ে দ্রুত কিছু রান যোগ করার সুযোগ ছিল তাঁর। কিন্তু সেটি না করে প্রথম বলেই স্কুপ শট খেলার চেষ্টায় উইকেটকিপারের হাতে ক্যাচ তোলেন তিনি। একই ওভারে আফিফ হোসেনও আউট হন। ক্রিজে এসেই প্রথম বলে ছক্কা মারেন তিনি। পরের বলেও একই চেষ্টা করতে গিয়ে বাউন্ডারির সীমানায় ক্যাচ তোলেন আফিফ। ৮ রানের মাথায় বাংলাদেশ দল হারায় তিন উইকেট।

এ সময়টায় ভরসা হয়ে ক্রিজে টিকে থাকেন ওপেনার নাঈম। উইকেট পড়ায় রানের গতি কমলেও এক প্রান্ত ধরে ছিলেন এই বাঁহাতি। নুরুল হাসান এসে চার-ছক্কা মারা শুরু করলে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ মেলে নাঈমের। ৫৩ বলে ৬৩ রান করতে ৩টি চার ও ২টি ছক্কা মারেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে বাংলাদেশ
শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ততক্ষণে বাংলাদেশ দলের রান দেড় শ ছাড়িয়ে গেছে। এরপর শামীম হোসেনকে নিয়ে শেষ ৫ ওভারে ৮১ রান যোগ করেন নুরুল। নুরুল ১৫ বলে ৭টি ছক্কায় ৪৯ রান করে মাঠ ছাড়েন। শামীমের ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান। দুজন মিলেই দলকে নিয়ে যান ৪ উইকেটে ২০৭ রানের স্কোরে।

বিশাল রানের চাপ ওমান ‘এ’ দলের জন্য কঠিনই হওয়ার কথা ছিল। হয়েছেও তাই। বাংলাদেশি বোলিংয়ের সামনে স্বাগতিকদের ইনিংস বেশি দূর এগোয়নি। সাইফউদ্দিন ২টি, মেহেদী ও নাসুম ১টি করে উইকেট নিয়েছেন। ৪ ওভারে ৩০ রান দিয়ে ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শরীফুল।

 

মুম্বাই বাদ পড়াতে লাভ হলো ভারতের?

 রোহিতের মুম্বাই এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে

গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন তারা। এবার মুম্বাই ইন্ডিয়ানসের হ্যাটট্রিকের স্বপ্ন ও সম্ভাবনা দুটিই বেশ জোরালো ছিল। কিন্তু এবার গ্রুপ পর্বেই বাদ পড়ল মুম্বাই। প্লে-অফে ওঠার প্রায় অসম্ভব সমীকরণ কাল গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেলানো হলো না তাদের।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিতেও কাল এবারের আইপিএলের গ্রুপ পর্ব থেকে মুম্বাইয়ের বিদায়ে নিশ্চয়ই প্লে-অফে ওঠা চার দল বেশ স্বস্তিতে। আইপিএলে সবচেয়ে বেশি পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাইকে যে আর দেখতে হচ্ছে না!

কিন্তু চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা কলকাতা নাইট রাইডার্স—এবারের আইপিএলের প্লে-অফে ওঠা এই চার দলের চেয়েও বেশি স্বস্তিতে আছেন সম্ভবত ভারতীয় দলের কোচ-কর্মকর্তারা। এবারের আইপিএলে আগেভাগেই মুম্বাইয়ের বিদায় যে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে আরও জোরালো করতে সাহায্য করবে!    

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রোহিত শর্মা ধকল কাটাতে কিছুদিন সময় পাচ্ছেন
রোহিত শর্মা ধকল কাটাতে কিছুদিন সময় পাচ্ছেন
ছবি: আইপিএল

মুম্বাইয়ের জয়টা কাল বড় ব্যবধানেই এসেছে। হায়দরাবাদকে ৪২ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। নিজেরা প্রথমে ২৩৫ রানের পাহাড় করে হায়দরাবাদকে থামিয়ে দিয়েছে ১৯৩ রানে। কিন্তু এর চেয়েও বড় অলৌকিক কিছু ঘটাতে হতো মুম্বাইকে, রানরেটের হিসাবে পয়েন্ট তালিকার চারে থাকা কলকাতাকে টপকে যেতে এর চেয়েও কয়েক গুণ বড় ব্যবধানে জিততে হতো।

আরও নির্দিষ্ট করে বললে নিজেরা ২৩৫ রান করার পর হায়দরাবাদকে ৬৫ রানের মধ্যে অলআউট করতে হতো মুম্বাইকে। কিন্তু আবুধাবির পাটা পিচে তা সম্ভব হতো না।

শেষ পর্যন্ত মুম্বাই বাদ পড়াতে ভারতের লাভের কথা আসছে কেন? সেখানে জড়িয়ে আছে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ। মুম্বাইয়ের দলে যে ভারতের বিশ্বকাপ দলের ছয় খেলোয়াড় আছেন—মুম্বাই অধিনায়ক রোহিত, ফাস্ট বোলার যশপ্রীত বুমরা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, লেগ স্পিনার রাহুল চাহার, ওপরের দিকের ব্যাটসম্যান ঈশান কিষান ও সূর্যকুমার যাদব।

ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মুম্বাই ইন্ডিয়ানসের ৬ জনের একজন বুমরা
ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া মুম্বাই ইন্ডিয়ানসের ৬ জনের একজন বুমরা
ছবি: আইপিএল

এই ছয়জনের মধ্যে রোহিত ও যশপ্রীত গত আগস্ট থেকে বিরতিহীন খেলে যাচ্ছেন। ভালোও করছেন। আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে লর্ডস ও ওভালে ভারতের দুই জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন বুমরা, ওভালে চতুর্থ টেস্টে বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি পান রোহিত। ওভাল টেস্টেই অবশ্য চোট পেয়েছিলেন, যে কারণে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুতে চেন্নাইয়ের বিপক্ষে খেলতে পারেননি রোহিত।

এখন মুম্বাইয়ের প্লে-অফে সুযোগ না পাওয়া মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কয়েক দিন বেশি সময় পাচ্ছেন ভারতীয় ওপেনার। ওদিকে ভারতের বিশ্বকাপ দলে পেসার চারজন, যার মধ্যে চোটের কারণে পান্ডিয়ার আবার বোলিং করা না–করা নিয়ে সংশয় আছে। ভারতের জন্য লাভ হলো, বাকি তিন পেসারের মধ্যে শুধু মুম্বাইয়ের বুমরাই নন, পাঞ্জাব কিংসের মোহাম্মদ শামি ও হায়দরাবাদের ভুবনেশ্বর কুমারেরও আইপিএলের প্লে-অফে খেলতে হবে না। তাঁদের সবার দলই বাদ পড়েছে।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া, এমন গুঞ্জন শোনা যাচ্ছে
বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া, এমন গুঞ্জন শোনা যাচ্ছে
ছবি: আইপিএল

১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু, সেখানে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আট দলের ‘বাছাইপর্ব’ শেষে চার দল উঠবে মূল পর্ব ‘সুপার টুয়েলভ’-এ। ভারতের টুর্নামেন্ট শুরু হবে ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সেই সুপার টুয়েলভেই। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ভারতের।

তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বদল আনার শেষ সুযোগ আগামীকাল রোববার পর্যন্ত। গতকাল পাকিস্তান তাদের দলে তিনটি বদল এনেছে, ভারতও তাদের দলে বদল আনতে পারে বলে গুঞ্জন। চোটের কারণে পান্ডিয়া বাদ পড়তে পারেন, তাঁর জায়গায় চেন্নাইয়ের অলরাউন্ডার শার্দূল ঠাকুর দলে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে। স্পিনার রাহুল চাহারের বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দারুণ বোলিং করা যুজবেন্দ্র চাহালও ঢুকতে পারেন।

 

Thursday, October 7, 2021

বাহরাইন ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ

 করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১টি দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে

বাহরাইন ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম আজ শুক্রবার এক টুইটে দেশটির সরকার সিদ্ধান্তের কথা জানান। লাল তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১টি দেশের দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।

বাহরাইন সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাঁদের জন্য সুখবর। বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

 

পেঁয়াজের দামে ‘ঝাঁজ’, মরিচেও ‘ঝাল’ বেশি

পেঁয়াজের দামে ‘ঝাঁজ’, মরিচেও ‘ঝাল’ বেশি

পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম শুনেই ঝাঁজ ও ঝাল—দুটোই এখন টের পাওয়া যায়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা বেড়েছে। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়েও ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজের খুচরা মূল্য ছিল সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। একইভাবে কাঁচা মরিচের দাম কেজিতে ৭০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

বাজার পরিস্থিতি নিয়ে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকাল বৃহস্পতিবারের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম (খুচরা মূল্য) প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেশি পেঁয়াজের পাশাপাশি আমদানি করা ভারতীয় পেঁয়াজের দরও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। দুই সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিল ৩৫ টাকা। পেঁয়াজের দাম হঠাৎ কেন এতটা বাড়ছে, এমন প্রশ্নে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারিতে তাঁরা যে দামে কেনেন, তা থেকে কিছুটা লাভ রেখে বিক্রি করেন। আড়তে দাম বাড়ায় তাঁরাও বেশি দামে বিক্রি করছেন।

অন্যদিকে রাজধানীর বিভিন্ন আড়তের পাইকারি বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। সপ্তাহখানেক আগে ভারতে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। এ খবর পেয়ে জেলা-উপজেলার পাইকারি বাজারে দেশি পেঁয়াজে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ দেশি পেঁয়াজের কোনো ঘাটতি নেই।

রাজধানীতে মসলাজাতীয় পণ্যের পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৩ থেকে ৬৪ টাকায় বিক্রি হয়েছে। আর কারওয়ান বাজারের আড়তে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬৫ টাকা দরে। কিছু আড়তে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫২-৫৩ টাকা দরে। তবে কারওয়ান বাজারের খুচরা দোকানেই দেশি পেঁয়াজের কেজি ছিল ৭৫ থেকে ৮০ টাকা। ভারতীয় পেঁয়াজের দাম ছিল কেজিতে ৭০ থেকে ৭৫ টাকা।

শ্যামবাজারের আড়তদার নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, স্থলবন্দর ও জেলা-উপজেলার পাইকারি বাজারে প্রশাসনের তদারকি দরকার। এসব জায়গায় পেঁয়াজের দাম দ্রুত বাড়ছে।

কাঁচা মরিচে ‘ঝাল’ বেড়েছে

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও তেজগাঁওয়ের তেজকুনিপাড়া রেলওয়ে কাঁচা বাজারে গতকাল প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকায়। তবে কারওয়ান বাজারে দাম সামান্য কম ছিল। বিক্রেতারা বলছেন, কাঁচা মরিচের সরবরাহ কম। তাই দাম বেশি। সাম্প্রতিক সময়ে বৃষ্টি ও পানি জমে কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে।

 

৩ হাজার ৪৯৮ কোটি টাকায় নিউক্যাসল কিনে নিল সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম

 নিউল্যাসল সমর্থকদের উল্লাস

মাইক অ্যাশলির কিপটেমিতে হতাশ হয়ে পড়েছিলেন নিউক্যাসল ইউনাইটেডের সমর্থকেরা। ইংলিশ প্রিমিয়ার লিগকে প্রথম ‘মাল্টি মিলিয়ন’ স্ট্রাইকার উপহার দেওয়া এবং একসময়ের প্রতাপশালী এই ক্লাবের মালিকানা ১৪ বছর ধরে ছিল অ্যাশলির হাতে। ব্রিটিশ এই বিলিয়নিয়ারের হাত থেকে অবশেষে নিউক্যাসল মুক্তি পেল—অন্তত ক্লাবটির সমর্থকেরা এমন ভাবতেই পারেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ বিবৃতিতে নিশ্চিত করেছে, সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ), পিসিপি ক্যাপিটাল পার্টনার্স এবং আরবি স্পোর্টস মিডিয়া নিউক্যাসল কিনে নিয়েছে। সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পিআইএফ—এই তহবিলের প্রধান।

 

কর কমিশনারের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন শুরু ১১ অক্টোবর

ফাইল ছবি
ফাইল ছবি

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০ ঢাকায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে মোট ৩৯ জনকে নেওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ১১ অক্টোবর।

পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৯

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি, সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫, ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: নোটিশ সার্ভার

পদসংখ্যা: ৫

কর কমিশনারের কার্যালয়ে ৭ পদে চাকরি, আবেদন শুরু ১১ অক্টোবর

যোগ্যতা: এসএসসি/সমমান পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা:

যোগ্যতা: এসএসসি/সমমান পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ৭

যোগ্যতা: এসএসসি/সমমান পাস

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটে (www.tax10.teletalk.com.bd) প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২১।