Breaking News

বাজারে নতুন পেনড্রাইভ

অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভঅ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটাইপ সি পোর্টের ডুয়েল ফ্ল্যাশ ড্রাইভ বাজারে এনেছে টেক রিপাবলিক। অ্যাপাসার ব্র্যান্ডের এএইচ১৮০ মডেলের পেনড্রাইভটি যেকোনো স্মার্টফোন ও ট্যাবেও ব্যবহার করা যাবে। ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার ফ্ল্যাশ ড্রাইভটির সঙ্গে এর ঢাকনা এমনভাবে জুড়ে দেওয়া হয়েছে, যেন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
৩২ গিগাবাইটের দাম ১,৫০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৯০০ টাকা। এ ছাড়া ৫ জিবিপিএস গতির এএইচ১৭৯ মডেলের ৩২ গিগাবাইটের ওটিজি ইউএসবি পেনড্রাইভের দাম ১,৪০০ এবং ৬৪ গিগাবাইটের দাম ২,৮০০ টাকা। সঙ্গে আছে লাইফ টাইম ওয়ারেন্টি। বিজ্ঞপ্তি

No comments