Breaking News

অধিনায়কত্ব নিয়ে চাপ নেই: মোসাদ্দেক

অধিনায়কত্ব নিয়ে চাপ নেই: মোসাদ্দেক
জয়ের পর মোসাদ্দেককে আলিঙ্গন করেছেন মুক্তার আলি। ছবি: সংগৃহীত

আবুধাবির টি-টেন লিগে দুর্দান্ত সূচনা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। তার নেতৃত্বাধীন দল মারাঠা অ্যারাবিয়ান্স প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। নাটকীয় ম্যাচের শেষদিকে ব্যাট হাতে অবদান রেখেছেন মোসাদ্দেক নিজেও।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে আবুধাবি টি-টেন লিগ। এই টুর্নামেন্টটের চতুর্থ সংস্করণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক। বর্তমান চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্ব করা চাট্টিখানি কথা নয়। তবে অধিনায়কত্বের চাপ টের পাচ্ছেন না বলেই জানালেন মোসাদ্দেক।

মোসাদ্দেকের অবশ্য চাপ টের না পাওয়াটাই স্বাভাবিক। তার দল যে শুরু করেছে জয়ে। শেখ জায়েদ স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে মারাঠা অ্যারাবিয়ান্স মুখোমুখি হয়েছিল নর্দার্ন ওয়ারিয়র্সের। ১২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোসাদ্দেকের দল জেতে শেষ বলে। ওয়েইন পারনেলকে ইনিংসের শেষ দুই বলে চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মারাঠার দলপতি।

মেচ শেষে এই বাংলাদেশি অলরাউন্ডার জানান, অধিনায়কত্বের চাপ অনুভব করছেন না তিনি। জয়ের কৃতিত্ব দলের সতীর্থদেরই দিয়েছেন মোসাদ্দেক।

মোসাদ্দেক বলেন, ‘আমি সত্যিই খুশি। ছেলেরা দারুণ পারফরম্যান্স করেছে। আমি মনেপ্রাণে চাচ্ছিলাম স্থানীয় (সংযুক্ত আরব আমিরাত) ক্রিকেটাররা ভালো করুক। আব্দুল শাকুর বাঙ্গাশ আজ দলের জন্য তা করে দেখিয়েছে।’

 

No comments