Friday, January 29, 2021

১০ বছর ধরে মায়ের লাশ লুকিয়ে রেখেছেন মেয়ে

১০ বছর ধরে মায়ের লাশ লুকিয়ে রেখেছেন মেয়ে 
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক ধরে মায়ের লাশ ফ্রিজে লুকিয়ে রেখেছেন এক মেয়ে। এই ঘটনা জাপানের।

শনিবার দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মায়ের মৃত্যুর খবর জানাজানি হলে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে এই ভয়ে ওই নারী তার মায়ের লাশ ফ্রিজে লুকিয়ে রেখেছিলেন।

জাপানের পুলিশ বার্তা সংস্থা এএফপি'কে বলেন, ইউমি যোশিনো (৪৮ ) নামের ওই জাপানিজ নারীকে লাশ পরিত্যাগ এবং লুকিয়ে রাখার অভিযোগে আটক করা হয়েছে। ওই লাশ বুধবার টোকিও এপার্টমেন্টের ফ্রিজে পাওয়া যায়।

যোশিনোর দাবি, তিনি ১০ বছর আগে তার মায়ের লাশ লুকিয়ে রাখেন কেননা তিনি তার বাড়ি ছাড়তে চান নি।

ধারণা করা হচ্ছে, যোশিনোর মায়েরর মৃত্যুর সময় বয়স ছিল প্রায় ৬০ বছর। তবে ময়নাতদন্তে ঐ নারীর মৃত্যুর কারণ এবং কোন সময়ে মারা গেছেন তা জানা যায় নি।

আরও পড়ুন: মদের বদলে অ্যান্টিফ্রিজ পান, ১১ মার্কিন সেনা হাসপাতালে

বাড়ি ভাড়া দিতে না পারায় যোশিনোকে জানুয়ারির মাঝ বরাবর তাকে এপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়। এরপর এক ক্লিনার দেখতে পান ফ্রিজের ভিতর লাশ।

 

No comments

Post a Comment