স্পিনারদের সহকারীর ভূমিকায় পেসাররা!

ঘরের মাঠে স্পিন নির্ভর উইকেটে সাধারণত টেস্ট খেলে থাকে বাংলাদেশ দল। স্পিনই হয়ে থাকে বোলিং আক্রমণের মূল শক্তি, পেসাররা হয়ে থাকেন ব্রাত্য। অনেক সময় একাদশেও জায়গা হয় না পেসারদের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজেও একই ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা প্রবল। সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের ঘূর্ণি জাদুতেই আস্থা রাখতে যাচ্ছে বাংলাদেশ।
পরিস্থিতি বিবেচনায় নিজেদের করণীয়, দায়িত্ব বুঝে নিয়েছেন পেসাররা। হাল সময়ে সাদা পোশাকে দেশের সবচেয়ে সফল পেসার আবু জায়েদ রাহী গতকাল বলেছেন, টেস্টে স্পিনারদের সাহায্য করাই হবে তাদের প্রধান কর্তব্য। এজন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন তিনি। দেশে সাফল্য পেতে স্পিন উইকেট গড়াকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন সিলেটের এ তরুণ।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ পরিস্থিতি কল্পনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ‘প্লেয়ার অব দ্য মান্থ’ চালু করলো আইসিসি
স্পিনিং উইকেটে পেসারদের ভূমিকা নিয়ে রাহী গতকাল বলেছেন, ‘আমি আগেই বলছিলাম একবার যে, দেশে যদি ক্রিকেট হয় তাহলে আমাদের অগ্রাধিকার থাকে স্পিনারদের, এটা স্বাভাবিক। আমরা যখন দেশের বাইরে যাই, তখন আমাদের বিরুদ্ধে ওরাও পেস বোলার নিয়ে আসে। তাই যেহেতু দেশে ক্রিকেট হচ্ছে, আমাদের উচিত হবে যে স্পিনারদের সাপোর্ট দেওয়া। হয়তো বা কোনো একটা জুটি হয়ে গেছে, স্পিন ভালো খেলছে, তখন যেন আমরা চেষ্টা করি যে এ জুটিটা ভাঙতে।’
নয় ম্যাচের ক্যারিয়ারে ২৪ উইকেট নিয়েছেন রাহী। দুই দিকেই বল সুইং করাতে পারেন তিনি। টেস্টে নতুন বলে দারুণ কার্যকর তার বোলিং। অথচ ২৭ বছর বয়সি এ পেসার ঘরের মাঠে টেস্টে নিজের দায়িত্ব দেখছেন শুধু সতীর্থ স্পিনারদের সহযোগিতা করা। এ প্রেক্ষাপটে পেসার হিসেবে গড়ে ওঠা, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার আশা সত্যিই কঠিন কর্ম বটে।
আরও পড়ুন: অলরাউন্ডার র্যাংকিংয়ে ধরাছোঁয়ার বাইরে সাকিব
গত বৃহস্পতিবার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও বলেছেন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে স্পিন চতুষ্টয়ের আক্রমণ দেখতে মুখিয়ে আছেন। সাকিব, মিরাজ, নাঈম হাসানের সঙ্গী হয়ে প্রতিপক্ষকে ঘূর্ণিফাঁদে ফেলতে চান তাইজুল। গত বছর ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া টেস্টে রাহী, এবাদতরা খেলেছিলেন। এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট তথা টেস্টে ফেরার অপেক্ষা ফুরাচ্ছে তাদের।
No comments