Breaking News

‘ভারতের ভ্যাকসিন তৈরির ক্ষমতা গোটা বিশ্বের সম্পদ’

‘ভারতের ভ্যাকসিন তৈরির ক্ষমতা গোটা বিশ্বের সম্পদ’
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত।

জাতি সংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক সংবাদ সম্মেলনে বলেন, ভারতের করোনা ভ্যাকসিন তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। বিনা শর্তেই তার প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন জোগান দিচ্ছে ভারত।

তার ভাষ্যমতে, বিপুল পরিমাণে টিকার ডোজ তৈরি করেছে ভারতবর্ষ। সেই কারণে ভারতীয় সংস্থাগুলোর আমরা সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্বজুড়ে ভ্যাকসিনের চাহিদা মেটানোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ ভারতের বিজ্ঞানীদের কাছে রয়েছে।” আমি আশা করছি, এই সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব পুরো বিশ্ব বুঝতে পারবে।”

আরও পড়ুন: ভারতে করোনা বিধিনিষেধ আরও শিথিল

ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষ করোনা টিকা প্রতিবেশী দেশগুলিতে পাঠিয়েছে ভারতবর্ষ। জাতিসংঘের সাপ্তাহিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার জানিয়েছেন, ওমান এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপেও ভারত ভ্যাকসিন পাঠাবে। আফ্রিকায় প্রায় ১ কোটি টিকার ডোজ পাঠানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। জাতিসংঘের প্রতিনিধি ও কর্মীদের জন্য প্রায় ১০ লক্ষ টিকার ডোজ পাঠানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

 

No comments