Breaking News

শিক্ষকরাই পারেন দেশকে এগিয়ে নিতে: নিক্সন চৌধুরী

শিক্ষকরাই পারেন দেশকে এগিয়ে নিতে: নিক্সন চৌধুরী
নিক্সন চৌধুরীকে শুভেচ্ছা জানান শিক্ষকরা। ছবি: ইত্তেফাক

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শিক্ষকরাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমাদের ছেলে-মেয়েদের প্রকৃত শিক্ষা প্রদান করে থাকেন শিক্ষকরা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় নিক্সন চৌধুরীর গ্রামের বাড়ি উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ হতে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপজেলার অর্ধশতাধিক মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: সারা বাংলাদেশে যুবলীগকে শক্তিশালী সংগঠন করা হবে: নিক্সন চৌধুরী

নিক্সন চৌধুরী বলেন, গত ৭ বছরে আগে ফরিদপুর-৪ আসনের জনগনের ভোটে নির্বাচিত এমপি হওয়ার পর থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। ভাঙ্গাতে প্রতিটি স্কুলে বহুতল ভবন, রাসেল ডিজিটাল ল্যাব, ওয়াস রুম নির্মাণসহ প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করতে পেরেছি। আর এসব উন্নয়নের কারণে আজ এই উপজেলায় শিক্ষার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সকল কিছুর মুলে আপনারা শিক্ষকগণ। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সত্যিকার উন্নয়ন করতে উৎসাহ দিয়েছে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষা দিয়ে আপনার প্রতিটি শিক্ষার্থীকেই মানুষের মত মানুষ করে তুলতে চেষ্টা করুন। আত্মকর্ম সংস্থানের জন্য যেন কেউ বেকার না থাকে সেজন্য টেকনিক্যাল শিক্ষাও তাদের মধ্যে শিক্ষা নিতে আগ্রহ বাড়াতে চেষ্টা করুন। সরকার সব সময় শিক্ষকদের মূল্যায়ন করে থাকে। আপনারা শুধু আপনাদের উপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। আপনাদের যেকোনো সমস্যায় সরকারের পাশাপাশি আমিও থাকব সবসময়।

শিক্ষক সমিতির সভাপতি ইকামাতে দ্বীন কামেল মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরকারি ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হায়দায় হোসেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও শরীফাবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন, তারাইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম মিয়া, আব্দুর রসিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন, ধরর্মী মাদ্রাসার অধ্যক্ষ আজম খান প্রমুখ।

আরও পড়ুন: গীবত-ষড়যন্ত্র-হানাহানি বাদ দিয়ে উন্নয়নের রাজনীতি করুন: জাফরউল্লাহকে নিক্সন চৌধুরী

সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রতিটি প্রধান শিক্ষকদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে খোজ-খবর ও তাদের পারিবারিক বিষয়ে জানতে চান মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অত্যন্ত খোলামেলা পরিবেশে তাকে একান্তে পেয়ে অনেক প্রধান শিক্ষক এমপি নিক্সন চৌধুরীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় তিনি উল্টো শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজকের এই আনন্দঘন মুহূর্ত চীর স্মরণীয় হয়ে থাকবে। আপনারা মানুষ গড়ার কারিগর আজ আপনাদের পথধুলি আমার বাড়িতে পড়ায় আমি নিজেই গর্বিত। আপনারা আমার মাথায় হাত রেখে দোয়া করে যান যেন আমি রাজনীতি করে দেশ ও দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

 

No comments