গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিলো ২৬০ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৯ গতকাল ছিলো ১ দশমিক ৩০ শতাংশ।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৬৪ জন গতকাল ছিলো ২৩৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা।

No comments
Post a Comment