Tuesday, December 21, 2021

একদিনে ৯০ হাজার শনাক্ত, তবু লকডাউন নয় বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আর দুইদিন পরই বিশ্বব্যাপী পালিত হবে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস। তাইতো ওমিক্রনের প্রভাব সত্ত্বেও উৎসবের আগে নতুন করে কোনো কোভিড নিষেধাজ্ঞা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বরিস জনসন বলেছেন, ‘আজ আমরা মনে করি না যে, ক্রিসমাসের আগে কোনো কঠোর পদক্ষেপের ন্যায্যতা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।’

এদিকে, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার আগ পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০ হাজার ৬২৯ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা একদিনে যুক্তরাজ্যে সর্বোচ্চ পরিমাণে করোনা রোগী শনাক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি দ্রুত ছড়াচ্ছে।

 

No comments

Post a Comment