Wednesday, January 19, 2022

৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে না ভোজ্যতেলের দাম

 ভোজ্যতেল। ছবি: সংগৃহীত

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আগামী ৬ ফেব্রুয়ারির পর দাম বাড়বে না কমবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ব্যবসায়ীদের একটু সময় দিতে অনুরোধ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আগামী ৬ তারিখ, মানে ১৬ দিন পর বসে দাম বাড়ানোর প্রয়োজন হলে বাড়াবে। কমানোর প্রয়োজন হলে কমাবে। সবকিছু বিবেচনা করে যেটা সুবিধাজনক হয় সেটি করা হবে বলে জানান তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা নিজেরা নিজেরা কিছু দাম বাড়িয়েছিলো আমাদের না জানিয়ে। সেটাও তারা (ব্যবসায়ী) বলেছে যে কনসিডার করবে।

উল্লেখ্য, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৩৬ টাকা দরে কেনাবেচা হচ্ছে।

 

No comments

Post a Comment