Breaking News

আবারও কি সিন্ডিকেটের ফাঁদে পড়বে মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসন?

তিন বছর পর আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। তবে অতীত অভিজ্ঞতা থেকে এবারও বিভিন্ন সিন্ডিকেট জড়িত থাকার আশঙ্কা করছে অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনগুলো।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (এসএসএফ) জানুয়ারির ১৩ তারিখে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, আবারও সিন্ডিকেট তৈরি হলে ২০১৬-১৮ সালের মতো হুন্ডি এবং মানবপাচারের ঘটনার পুনরাবৃত্তি হবে।

মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসনে সিন্ডিকেট আশঙ্কা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।

 

No comments