সু চির সফরের আগে রাখাইনে বিস্ফোরণ

রাখাইনের স্থানীয় এক কর্মকর্তা বলেন, সু চি রাখাইনের
পশ্চিম উপকূলীয় শহর মানাংয়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করতে যান।
তুলনামূলক শান্ত এই শহরেই একে একে ওই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে। কোনো গোষ্ঠীই
ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এ বিষয়ে রাখাইনের আঞ্চলিক সরকারের মুখপাত্র উইন মিন্ট বার্তা সংস্থা
এএফপিকে বলেন, তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। শহরে
সু চি এসে পৌঁছানোর আগে এসব বিস্ফোরণ ঘটে।
No comments