যে ভিডিও দেখে মুগ্ধ শাহরুখ

১ মিনিট ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে সম্মান জানানো হয় মুম্বাই শহরের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে। যাঁরা মুম্বাইয়ের প্রতিটি রাস্তা পরিষ্কার করার জন্য নিজেদের হাত নোংরা করেন, তাঁদের। এই বিজ্ঞাপনে আরও বলা হয়, শহর পরিচ্ছন্ন থাকলেই রোগমুক্ত থাকবে শহরের মানুষ। পাবে স্বাস্থ্যকর জীবন। এই ভিডিওতে পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, শহরের পরিচ্ছন্নতাকর্মীরাই শহরটিকে দেখে রাখেন। প্রতিদিন ৪৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ৭ হাজার ২০০ টন আবর্জনা পরিষ্কার করেন।
শেষে বলা হয়, কেবল পরিচ্ছন্নতাকর্মীরই না, শহরকে পরিষ্কার রাখা আমাদের সবার নাগরিক দায়িত্ব। ময়লা–আবর্জনা যথাস্থানে ফেলার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়। এই ভিডিও শেয়ার করে শাহরুখ খান স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ‘স্বচ্ছতা ওয়ারিয়র্স’–এর সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন বিএমসিকে (বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন), যাদের সহযোগিতায় নির্মিত হয়েছে এই ভিডিও।
যেকোনো পরিস্থিতিতে যেন শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি কোণ চকচকে থাকে, তাই তাঁরা দিনরাত খেটে মরেন।
No comments