বিশ্ব সংবাদ মাত্র পাঁচ মিনিটে ৩০০ কোটি ডলারের পণ্য বিক্রি আলিবাবার

ছবি সংগৃহীত
নতুন করে রেকর্ড গড়লো ই-কমার্স সাম্রাজ্য জ্যাক মা-এর প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনশো কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে। খবর সিএনবিসি'র।
চীনের
ই-কমার্স প্রতিষ্ঠানটির দাবি এই অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ বিক্রি
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কেনাকাটা। ওই সময়ের মধ্যে বিক্রি হওয়া পণ্যের
মধ্যে আছে অ্যাপল, শাওমির মত নামকরা বিভিন্ন পণ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় তাদের ২৫শ কোটি মার্কিন ডলারের বেশি ব্যবসা হয়েছে।
গত
কয়েক মাস ধরে চলা চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধে আয়ের খাতা নিম্নমুখী হয়
আলিবাবার। এর জন্য প্রতিষ্ঠান টির নির্বাহী প্রধান জ্যাক মা চীন-আমেরিকার
বাণিজ্যযুদ্ধের কড়া সমালোচনা করে আসছিলেন।
ইত্তেফাক/এসআর
Post Comment
No comments