বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে: শ্রিংলা
ভারত ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক খুব উচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার পর এ কথা বলেছেন এই কূটনীতিক। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ প্রেস ব্রিফিংয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘আলোচনায় এটাই স্পষ্ট হয়েছে যে আমরা আমাদের (ভারত-বাংলাদেশ) সম্পর্ককে খুব উচ্চ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছি। পররাষ্ট্রমন্ত্রী এটাকে ‘সোনালী অধ্যায়’ (স্বর্ণযুগ) বলে উল্লেখ করেছেন। আলোচনায় আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রের দিক ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ১৯৭১ সালের চেতনা, বঙ্গবন্ধুর উত্তরাধিকার এবং সেই বিষয়ে আমরা কীভাবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারি তা।’
রাষ্ট্রপতি কোবিন্দ এবং বাংলাদেশের নেতৃত্বের মধ্যে আলোচনায় করোনা মহামারি মোকাবিলায় সহযোগিতার প্রসঙ্গও ওঠে আসে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘করোনাকালীন বাংলাদেশকে ওষুধ ও টিকা প্রদানে বেশ তৎপর রয়েছে ভারত। আমরা এ পর্যন্ত প্রায় ২.১৮ কোটি ডোজ টিকা সরবরাহ করেছি। তরল মেডিকেল অক্সিজেনের ট্রেনের ব্যবস্থাও করেছি।’
No comments