যে কারণে বিসিবিতে থাকছেন না আকরাম খান
অবশেষে আকরাম খানের স্ত্রীর সেই ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান ক্রিকেট পরিচালনা বিভাগে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) নিজ বাস ভবনে উপস্থিত সাংবাদিকদের আকরাম বলেন, ‘আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এই পদে থাকছি না। আমি ৮ বছর ক্রিকেট পরিচালনা বিভাগে ছিলাম। এই সময়টাতে অনেক সহযোগিতা পেয়েছি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ভাইয়ের কাছ থেকে। কিন্তু তার সঙ্গে আলোচনা করে আপনাদের চূড়ান্তভাবে জানাব। যেহেতু আপনারা এখানে এসেছেন। এতটুকুই আপনাদের বলার আছে।’
পদে না থাকার বিষয়ে নিশ্চিত করে আকরাম খান বলেন, পারিবারিক কারণেই আমি আর এই পদে থাকছি না। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
এরআগে, সোমবার বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম তার ফেসবুক পোস্ট দিয়ে জানান, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’ সাবিনা আকরাম আরও লিখেছেন, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের (মিডিয়া) ’কে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’
১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
No comments