Breaking News

সেই দুই জঙ্গির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে

অভিজিৎ রায়
অভিজিৎ রায়

বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি মেজর (বরখাস্ত) সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন এখন কোথায় আছেন; তিনি দেশে, নাকি বিদেশে পালিয়ে গেছেন—এ বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

তবে পলাতক জঙ্গি নেতা জিয়াউল হকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তাকে আমরা খুঁজছি। সে অত্যন্ত চতুর লোক। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে। আমাদেরও চেষ্টা অব্যাহত আছে, তাকে ধরে নিয়ে আসার জন্য এবং আইনে তার যে শাস্তি দেওয়া হয়েছে, সেটি কার্যকর করার জন্য।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিদেশে পলাতক আসামিদের বিষয়ে ও ইন্টারপোলের সঙ্গে তথ্য আদান-প্রদান করে থাকে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। অভিজিৎ হত্যার দণ্ডপ্রাপ্ত আসামির অন্য দেশে গা ঢাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে এনসিবির সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।

এই দুই জঙ্গির বিষয়ে তথ্য দেওয়ার জন্য সোমবার যুক্তরাষ্ট্র ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করার পর আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ নেতা সৈয়দ জিয়াউল হক (যিনি মেজর জিয়া নামে পরিচিত) ও তাঁর সহযোগী আকরাম হোসেন নতুন করে আলোচনায় আসেন।

এ বিষয়ে গতকাল ঢাকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘হয়তো মার্কিন এ উদ্যোগের (পুরস্কার ঘোষণা) ফলে আমাদের পলাতক খুনিদের ধরার যে প্রচেষ্টা, তাতে সহায়ক হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এভাবে পুরস্কার ঘোষণা করে সফল হয়েছে। অনেক দেশে যখন তথ্য পাওয়া যায় না, আমি শুনেছি, ওসামা বিন লাদেনের ক্ষেত্রেও একইভাবে হয়েছে। এ পলিসি, কৌশল অনেক সময় সফল হয়। আমরা যেমন বঙ্গবন্ধুর তিন পলাতক খুনি, যাঁদের অবস্থান জানি না, তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি সঠিক তথ্য দিতে পারেন, অবশ্যই সরকার তাঁকে পুরস্কার দেবে। তারাও (যুক্তরাষ্ট্র) এ রকম দিয়েছে।’

এদিকে মার্কিন ঘোষণার বিষয়ে পুলিশ বলছে, পুরস্কার ঘোষণার আগেও এই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল, এখনো সেটা অব্যাহত আছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, দণ্ডিত পলাতক দুই আসামির অবস্থান শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে।

দুজনের বিষয়ে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, অভিজিৎ যেহেতু তাদের দেশের (যুক্তরাষ্ট্র) নাগরিক, তারা একটি ঘোষণা দিয়েছে। এই ঘোষণার আগে থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছিল, এখনো একই রকম গুরুত্ব দিয়েই আসামিদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার মতাদর্শের অনুসারী আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) সামরিক শাখার প্রধান মেজর জিয়া। এর আগে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া আনসার আল ইসলামের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জিয়া সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে। তখন জানা গিয়েছিল, জিয়া এক জায়গায় বেশি দিন থাকেন না। জিয়া রাজধানী বা এর আশপাশে অবস্থান করতেন বলেও বিভিন্ন সময়ে তথ্য পাওয়া গিয়েছিল। তবে ২০১৭ সালের পর তাঁর অবস্থানের বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি।

আর আকরাম হোসেনের বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আকরাম হোসেন ওরফে আবীর আনসার আল ইসলামের আসকারি সদস্য (জঙ্গিদের কথিত গোয়েন্দা শাখার সদস্য)। তিনি ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় জঙ্গি সংগঠনে যোগ দেন। রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইরপাড় এলাকায় তাঁর পরিবার থাকে। অভিজিৎ রায়কে হত্যার সময় অন্য জঙ্গিদের সঙ্গে জিয়া ও আকরাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। হামলায় আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। অভিজিৎ হত্যার ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আসামিদের চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। জিয়া ও আকরাম পলাতক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, এই হত্যাকাণ্ডে যুক্ত হিসেবে আরও পাঁচজনের নাম পেয়েছিল সিটিটিসি। তাঁরা হলেন সেলিম ওরফে হাদী, হাসান, আলী ওরফে খলিল, আনিক ও অন্তু। কিন্তু এঁদের প্রকৃত ও পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাওয়া যায়নি বিধায় অভিযোগপত্রে আসামি করা হয়নি। এঁদের পরে যদি শনাক্ত করা যায়, তখন তাঁদের আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান। এ ছাড়া জড়িত আরেক জঙ্গি মুকুল রানা বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় তাঁকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

No comments