Breaking News

যুদ্ধ কি বেধেই যাচ্ছে

 হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত। ছবি সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে এই মুহুর্তে উত্তেজনা তুঙ্গে। দেশটির সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এরই মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত। 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠককে সামনে রেখে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি। 

তিনি বলেন, আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়ভে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট জিলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন ব্লিনকেন। 

এছাড়া আগামী শুক্রবার রাশিরার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠকের কথা রয়েছে ব্লিনকেনের।  

এর আগে ১৩ জানুয়ারি মার্কিন এক সিনিয়র কূটনীতিবিদ বলেছেন, 'যুদ্ধের দামামা বাজছে'।  

এছাড়া একই দিনে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ইস্যুতে তৃতীয় দফায় কূটনৈতিক আলোচনাকালে বলেন, গত ৩০ বছরের আগের তুলনায় এখন সর্বোচ্চ যুদ্ধের ঝুঁকিতে ইউরোপ। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেবিংনিউ রাউ যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার (ওএসসিই) ৫৭ জন সদস্যদের উদ্দেশ্যে রাশিয়ার নাম উল্লেখ না করে বলেন, ইউক্রেন, জর্জিয়া, আর্মেনিয়া এবং মলদোভার সঙ্গে সরাসরি বা শীতলভাবে রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত।  

তিনি আরও বলেন, মনে হচ্ছে ওএসসিই এলাকায় গত ৩০ বছরের আগের যেকোনো সময়ের তুলনায় এখন যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। পোল্যান্ডের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ ধরে আমরা পূর্ব ইউরোপে বড় সামরিক বৃদ্ধির সম্ভাবনার মুখোমুখি হয়েছি।

 

No comments