‘আলোচনা সন্তোষজনক, আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত কাল’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলন নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আন্দোলনের বিষয়ে তারা আগামীকাল পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবেন।
আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান আন্দোলনকারীদের মুখপাত্ররা।
তারা বলেন, 'উপাচার্যের পদত্যাগসহ সব দাবি শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট করে প্রমাণাদিসহ তুলে ধরেছি। উপাচার্যের পদত্যাগের মূল দাবি ছাড়া বাকি সব দাবির বিষয়ে তিনি আশাব্যঞ্জক কথা বলেছেন।'
আন্দোলনকারীরা বলেন, 'যেহেতু উপাচার্যের অপসারণের বিষয়টি প্রক্রিয়াধীন এবং শিক্ষামন্ত্রীর এখতিয়ারের বিষয় না, তিনি আমাদের দাবির বিষয় আচার্যকে বিশদভাবে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।'
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো-শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গুরুতর আহত সজল কুন্ডুর জন্য এককালীন আর্থিক সহায়তা ও ৯ম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্রী ও ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ, শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল ও অধ্যাপক ড. ইয়াসমীন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মানিত করা।
এসব ছাড়াও নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের অপসারণের দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মুখপাত্র বলেন, 'এ দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে নতুন প্রক্টর নিয়োগে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।'
মুখপাত্ররা বলেন, 'আন্দোলন এখনো স্থগিত নয়। তবে আগামীকাল বিকেল ৪টা পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। কাল একটি সাধারণ সভায় সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আন্দোলনের ব্যাপারে মূল সিদ্ধান্ত নেবো।'
No comments