Breaking News

অবশেষে দাপুটে বাংলাদেশ, ৮৪ রানের জয়ে সুপার টুয়েলভে

 ৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান

এবার পাপুয়া নিউগিনি...

ওমান-বাধা পেরোনোর পর এবার বাংলাদেশের সামনে পাপুয়া নিউগিনি। ‘বি’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে যাওয়ার খাতা-কলমে সুযোগ আছে এখনো প্রতিটি দলেরই। পাপুয়া নিউগিনিকে মোটামুটি একটা ব্যবধানে হারালেই প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরের রাউন্ড।

সে ক্ষেত্রে পরের ম্যাচে স্কটল্যান্ড জিতলে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে রানার্স-আপ হয়ে। আর ওমান জিতলে বাংলাদেশের সুযোগ থাকবে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে যাওয়ারও। তবে এর আগে শর্ত- পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচটা জেতা। এ দলটার বিপক্ষে এর আগে কখনোই আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। পাপুয়া নিউগিনি বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ২১তম প্রতিপক্ষ।

এর আগের দুটি ম্যাচই বাংলাদেশ খেলেছে পুরোপুরি ফ্লাডলাইটের আলোয়। এবার দিনের প্রথম ম্যাচটি তাদের।

প্রথম আলোর লাইভ আপডেটে আপনাকে স্বাগত। ওমানের মাসকাটের আল-আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস কিছুক্ষণের মাঝেই। আজও কি বাংলাদেশ একাদশে আসবে কোনো পরিবর্তন?

১৫: ৩৫, অক্টোবর ২১

গ্রুপ 'বি'-এর সমীকরণ যেমন

২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম গ্রুপ পর্বের শেষ দিনে এসেও চারটি দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার। গ্রুপ ‘বি’–তে বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি আজ মাঠে নামবে নিজেদের লক্ষ্যপূরণের উদ্দেশ্যে।

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর বাংলাদেশকে এখন সুপার টুয়েলভে যাওয়ার জন্য সমীকরণের হিসাবে যেতে হচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশকে আজ সুপার টুয়েলভে যেতে কী করতে হবে

আজ কিছু সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে
১৫: ৩৮, অক্টোবর ২১

টস

টসে জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

১৫: ৩৯, অক্টোবর ২১

একাদশ

আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

পাপুয়া নিউগিনি একাদশ

লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সাইমন আটাই, হিরি হিরি, নরমান ভানুয়া, কিপলিং ডরিগা, চ্যাড সোপার, ডেমিয়েন রাভু, কাবুয়া ভাগি-মোরেয়া

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ
ছবি: টুইটার
১৬: ০৪, অক্টোবর ২১

দ্বিতীয় বলেই নেই নাঈম

কাবুয়া ভাগি-মোরেয়ার প্রথম বলেই খোঁচা দিয়েছিলেন মোহাম্মদ নাঈম। তবে সেটা উইকেটকিপারের ঠিক আগে পড়ায় বেঁচে গিয়েছিলেন। পরের বলে অবশ্য বাঁচার কোনো সুযোগ থাকল না নাঈমের। লেগস্টাম্পের ওপরের বলটা ফ্লিক করেছিলেন, তবে ওপরে উঠেছে সেটা। মিডউইকেটে ভুল করেননি সেসে বাউ, পেছন দিকে পিছিয়ে নিয়েছেন ভালো একটা ক্যাচ। আগের ম্যাচে ফিফটি করা বাংলাদেশ ওপেনার ফিরেছেন কোনো রান না করেই। বাংলাদেশ প্রথম উইকেট হারাল দ্বিতীয় বলে, স্কোরবোর্ডে এখনো ০।

কাবুয়া ভাগি-মোরেয়া সফল হয়েছেন দ্বিতীয় বলেই
কাবুয়া ভাগি-মোরেয়া সফল হয়েছেন দ্বিতীয় বলেই
ছবি: টুইটার
১৬: ০৯, অক্টোবর ২১

তিনে সাকিব

আগেরদিন প্রথমে আউট হয়েছিলেন লিটন দাস, তিন নম্বরে পাঠানো হয়েছিল মেহেদী হাসানকে। তবে আজ বাঁহাতি নাঈম ফেরার পর এলেন সাকিবই। সাকিব আসার পরই স্লিপ এনেছিলেন পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা, এরপর অবশ্য সরিয়ে নিয়েছেন।

১৬: ১৬, অক্টোবর ২১

লিটনের ছয়

চ্যাড সোপারকে স্লগ সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছয় মেরেছেন লিটন দাস। তৃতীয় ওভারে এসে বাংলাদেশ পেয়েছে প্রথম বাউন্ডারির দেখা। লিটন এ শট দিয়ে ছাড়িয়ে গেছেন আগের দুই ম্যাচে নিজের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ১৫/১, ৩ ওভার।

১৬: ২১, অক্টোবর ২১

ছয়, চার, ‘সর্বোচ্চ স্কোর’

ডেমিয়েন রাভুর বলটা স্লটে পেয়েছিলেন সাকিব। লং-অন দিয়ে মেরেছেন ছয়। এরপর লিটন দাস পেয়েছেন মিসফিল্ডে একটা চার। শেষ পর্যন্ত এ ওভারে উঠেছে ১৬ রান। স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লের স্কোর বাংলাদেশ ছাড়িয়ে গেছে এরই মাঝে।

বাংলাদেশ ৩১/১, ৪ ওভার।

১৬: ৩৪, অক্টোবর ২১

পাওয়ার প্লে শেষে...

ষষ্ঠ ওভারে এসে প্রথমবার এসেছেন স্পিনার। অফস্পিনার সেসে বাউয়ের ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করতে গিয়ে মিস করেছেন লিটন দাস। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি। তবে পাপুয়া নিউগিনির নেওয়া রিভিউ কাজে আসেনি, ইমপ্যাক্ট ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। বাউয়ের প্রথম ওভারে হয়েছে তিনটি ডাবলস, উঠেছে ৮ রান।

স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ২৫ রান, ওমানের বিপক্ষে ২৯ রান তুলতে হারিয়েছিল ২ উইকেট।

বাংলাদেশ ৪৫/১, ৬ ওভার।

১৬: ৪২, অক্টোবর ২১

এসেই আঘাত ভালার, ফিরলেন লিটন

ম্যাচের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এলেন অধিনায়ক আসাদ ভালা। সফল হলেন প্রথম বলেই। তাঁকে স্লগ সুইপ করেছিলেন লিটন, ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন ২৩ বলে ২৯ রান করে। ৫০ রানে দ্বিতীয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

চারে এসেছেন মুশফিকুর রহিম, ওমানের বিপক্ষে তিনি নেমেছিলেন আট নম্বরে।

১৬: ৫০, অক্টোবর ২১

অবশেষে বাউন্ডারি!

চতুর্থ ওভারে ডেমিয়েন রাভুকে একটা চার মেরেছিলেন লিটন, এরপর ৩২ বলে হয়নি আর কোনো বাউন্ডারি। দশম ওভারে ভালার বলে স্কয়ার লেগ দিয়ে মারা সাকিবের ছয়ে কাটল সে খরা। ইনিংসে এটি মাত্র তৃতীয় বাউন্ডারি।

বাংলাদেশ ৭১/২, ১০ ওভার।

১৭: ০০, অক্টোবর ২১

আবার ব্যর্থ মুশফিক

সাইমন আটাইয়ের বলটা ছিল ‘লং-হপ’। তবে ক্রিজের মাঝে পড়া বলটা টেনে মেরে সরাসরি ডিপ স্কয়ার লেগের হাতে ধরা পড়লেন মুশফিক। হিরি হিরির অবশ্য ক্যাচটা নিয়েছেন দুই দফায়। মুশফিক ফিরেছেন ৮ বলে ৫ রান করেই।

বাংলাদেশ ৭৭/৩, ১১ ওভার।

৫ রান করেই ফিরেছেন মুশফিক
৫ রান করেই ফিরেছেন মুশফিক
ছবি: আইসিসি টুইটার
১৭: ০৮, অক্টোবর ২১

উত্তপ্ত মাসকাট

মুখোমুখি চতুর্থ বলে সেসে বাউকে লং-অন দিয়ে ছয় মেরেছেন মাহমুদউল্লাহ।

টুর্নামেন্টে এই প্রথম দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ। তাপমাত্রা বেশ ভোগাচ্ছে ব্যাটসম্যানদের। এরই মাঝে হেলমেট ছেড়ে ক্যাপ পরেছেন সাকিব, উত্তাপ টের পাচ্ছেন স্বাভবিকভাবেই।

অবশেষে দাপুটে বাংলাদেশ, ৮৪ রানের জয়ে সুপার টুয়েলভে
১৭: ১২, অক্টোবর ২১

দুর্দান্ত আমিনি, ফিরলেন সাকিব

গরমে ভুগছিলেন। ভালাকে এক হাতের শটে একটা ছয়ের পর আবারও তুলে মারতে গিয়ে চার্লস আমিনির দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন সাকিব। অফস্টাম্পের বাইরের বলটা টেনে মারতে গিয়েছিলেন, তবে টাইমিং হয়নি ঠিকঠাক। বাউন্ডারির কাছাকাছি থেকে অনেকটা ছুটে এসে সামনে ঝাঁপিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা ক্যাচ নিয়েছেন আমিনি। সাকিব থামলেন ফিফটির আগেই, ৩৭ বলে ৪৬ রান তার।

৬ ওভার বাকি থাকতে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৪তম ওভার শেষে স্কোর ১০৩ রান।

১৭: ২৭, অক্টোবর ২১

মাহমুদউল্লাহর ফিফটি

আগের ম্যাচে এসেছিলেন সাত নম্বরে। আজ অবশ্য মাহমুদউল্লাহ এসেছে পাঁচ নম্বরেই। পাপুয়া নিউগিনি বোলারদের দেওয়া সুযোগ ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক। ফুলটস, লেংথ বলকে শাস্তি দিচ্ছেন ভালোভাবেই।

চ্যাড সোপারের সর্বশেষ ওভারে মেরেছেন দুটি ছয়। শেষ বলে চার মেরে পূর্ণ করেছেন ফিফটি। ২৭তম বলে এ মাইলফলকে গেলেন তিনি।

বাংলাদেশ ১৪২/৪, ১৭ ওভার।

১৭: ৩৬, অক্টোবর ২১

নট-আউট, আউট, আউট

ডেমিয়েন রাভুর ফুলটসটা তুলে মেরেছিলেন মাহমুদউল্লাহ। তবে স্কয়ার লেগে ধরা পড়েছেন। নো-বল দেখার জন্য যাওয়া হয়েছিল টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানির কাছে। রিপ্লে দেখেও মনে হয়েছে, মাহমুদউল্লাহ আউটই। তবে জায়ান্ট স্ক্রিনে এরপর গ্যাফানির সিদ্ধান্ত শুরুতে দেখানো হয়েছিল আউট হিসেবে। যদিও ভুলটা বোঝা যাচ্ছিল তখনোই। একটু পরই জায়ান্ট স্ক্রিন দেখিয়েছে, মাহমুদউল্লাহকে ফিরতেই হচ্ছে।

২৮ বলে ৫০ রান করে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ওভারের শেষ বলে আউট হয়েছেন নুরুল হাসানও। শর্ট লেংথের বলটা আপার-কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি, ফিরেছেন কোনো রান না করেই।

বাংলাদেশ ১৫৩/৬, ১৮ ওভার।

১৭: ৪২, অক্টোবর ২১

আফিফ ২১(১৪)

ফিল্ডিংয়ে মুগ্ধ করেই চলেছে পাপুয়া নিউগিনি। কাবুয়া ভাগি-মোরেয়ার গতি কমিয়ে আনা বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারেননি আফিফ হোসেন। ডেমিয়েন রাভু নিয়েছেন কাউ-কর্নারে আরেকটা ভালো ক্যাচ।

১৬১/৭, ১৯ ওভার।

১৭: ৫১, অক্টোবর ২১

সাইফউদ্দিনের শেষের ঝড়ে বাংলাদেশের ১৮১

ছয়, ছয়, চার। শেষ ওভারে সাইফউদ্দিনের ঝড়ে উঠলো ২০ রান। বাংলাদেশ তুলল ১৮১ রান।

ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছিলেন মোহাম্মদ নাঈম। তবে সে চাপ বেশ ভালোভাবেই সামাল দিয়েছে বাংলাদেশ। তিনে নামা সাকিব আল হাসান করেছেন ৩৭ বলে ৪৬ রান। এরপর মাহমুদউল্লাহর ২৮ বলে ৫০ রানের ইনিংসের পর শেষ দিকে আফিফের ১৪ বলে ২১ ও সাইফউদ্দিনের ৬ বলে অপরাজিত ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহই। শেষ ৫ ওভারে উঠেছে ৬৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ১৮০ রান।

১৮: ১৫, অক্টোবর ২১

প্রথম আঘাত সাইফউদ্দিনের

সাইফউদ্দিনের ফুললেংথের বলটা ফ্লিক করতে গিয়ে মিস করে গেছেন লেগা সিয়াকা। রিচার্ড কেটেলবোরোর এলবিডব্লুর সিদ্ধান্তটা রিভিউও করেননি তিনি। করলে অবশ্য লাভও হতো না। বল ট্র্যাকিংয়ে উইকেটে ছিল আম্পায়ারস কল।

আজ দুই প্রান্ত থেকেই পেসারদের এনেছেন মাহমুদউল্লাহ। তৃতীয় ওভারে সফল হলেন সাইফউদ্দিন।

পাপুয়া নিউগিনি ১৩/১, ৩ ওভার।

১৮: ২০, অক্টোবর ২১

দুর্দান্ত নুরুল

ওমানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে দুই দলের ফিল্ডিং-ই ছিল পিচ্ছিল। আজ পাপুয়া নিউগিনি ছিল দুর্দান্ত। শুরুটা দারুন হলো বাংলাদেশেরও। নিজের ডানদিকে ঝাঁপিয়ে বেশ ভালো ক্যাচ নিয়েছেন নুরুল হাসান।

তাসকিনের লেগসাইডের বলে ব্যাট চালিয়ে নুরুলের হাতে ধরা পড়েছেন পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা। পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়েছে তারা।

১৮: ২৭, অক্টোবর ২১

এ শুধু ক্যাচের দিন!

চার্লস আমিনির দারুন এক ক্যাচে ফিরেছিলেন সাকিব আল হাসান। সেই সাকিব বোলিংয়ে এলেন, প্রথম বলেই ক্যাচ দিলেন আমিনি। মোহাম্মদ নাঈমের নেওয়া ক্যাচটা হয়তো ছাড়িয়ে গেল আমিনির ক্যাচটাও!

লং-অনে ডানদিকে অনেকটা দৌড়ে শেষ মুহুর্তে ঝাঁপ দিয়েছেন নাঈম, ভারসাম্য রেখেছেন দারুনভাবে। আসাদ ভালার পর চার্লস আমিনি- পাপুয়া নিউগিনির সেরা দুই ব্যাটসম্যান ফিরলেন দারুন দুই ক্যাচে।

২ বল পর ক্যাচ দিয়েছেন সাইমন আটাইও। এবার অবশ্য বেশ সহজই ছিল সেটা, ভুল করেননি মেহেদী হাসান। ৪ বলের ব্যবধানেই সাকিব নিলেন ২ উইকেট। ৫ ওভারের মাঝে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে পাপুয়া নিউগিনি, স্কোরবোর্ডে উঠেছে মাত্র ১৫ রান।

১৮: ৩৫, অক্টোবর ২১

৭ ওভার শেষে

৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৫০ রান। ইনিংসের সে পর্যায়ে ২১ রান তুলতেই ৪ রান হারিয়ে ফেলেছে পাপুয়া নিউগিনি।

১৮: ৪৭, অক্টোবর ২১

৬ উইকেট নেই পাপুয়া নিউগিনির

স্কটল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে পাপুয়া নিউগিনির সর্বোচ্চ স্কোরার ছিলেন নরমান ভানুয়া। তবে আজ মেহেদীর ঝুলিয়ে দেওয়া বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে খেলতে গিয়ে মুশফিকের হাতে ধরা পড়লেন কোনো রান না করেই। এর আগে সাকিবের বলে ফিরেছেন সেসে বাউ।

পাপুয়া নিউগিনি ২৮/৬, ১০ ওভার।

১৮: ৪৮, অক্টোবর ২১

আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব

হিরি হিরিকে দিয়ে ম্যাচের চতুর্থ উইকেট পেলেন সাকিব। ছুঁয়ে ফেললেন শহীদ আফ্রিদিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন আফ্রিদির সমান ৩৯ উইকেট সাকিবের। আফ্রিদি ৩৯ উইকেট নিতে খেলেছিলেন ৩৪ ম্যাচ। সাকিবের এটি ২৮তম ম্যাচ।

১৮: ৫৮, অক্টোবর ২১

ছয় নম্বর এক!

প্রথম ছয়ের জন্য নয় নম্বর ব্যাটসম্যান পর্যন্ত অপেক্ষা করতে হলো পাপুয়া নিউগিনিকে। ইনিংসের ১৪তম ওভারে মেহেদী হাসানকে লং-অন দিয়ে ছয় মেরেছেন চ্যাড সোপার।

১৯: ০৩, অক্টোবর ২১

রইল বাকি দুই!

সাইফউদ্দিনের বলে স্টাম্প হারিয়েছেন সোপার। পাপুয়া নিউগিনি হারিয়েছে অষ্টম উইকেট।

১৯: ০৮, অক্টোবর ২১

৯ রানে ৪ উইকেট সাকিবের

৪ ওভার, ৯ রান, ৪ উইকেট। ব্যাটিংয়ে বাংলাদেশকে উদ্ধার করার পর বোলিংয়েও সেরা পারফরমার সাকিব আল হাসানই। এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবার ইনিংসে ৪ বা এর বেশি উইকেট নিলেন তিনি। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন ৯ রানেই।

সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং ২০১৮ সালে। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেবার ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি।

১৯: ২০, অক্টোবর ২১

রইল বাকি এক

পাপুয়া নিউগিনির ইনিংসে সর্বোচ্চ জুটি দুইটি এল ৮ম ও ৯ম উইকেটে। ডাবলস নিতে গিয়ে কাবুয়া মোরেয়া রান-আউট হওয়ায় ভাঙল কিপলিং ডরিগার সঙ্গে তাঁর জুটি। পাপুয়া নিউগিনি হারিয়েছে নবম উইকেট।

১৯: ২৬, অক্টোবর ২১

উইকেটশূন্য মোস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মোস্তাফিজের এটি ষষ্ঠ ম্যাচ। এর আগে পাঁচ ম্যাচেই পেয়েছিলেন উইকেট। তবে আজ থাকলেন উইকেটশূন্য। মোস্তাফিজের চতুর্থ ওভারে উঠেছে ১৪ রান। পাপুয়া নিউগিনি ইনিংসের সর্বোচ্চ রানের ওভারে এটিই।

১৯: ৩২, অক্টোবর ২১

রেকর্ড জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

ডরিগা অপরাজিত থাকলেন ৪৬ রানে, ৩৪ বল খেলে। তবে ৩ বল বাকি থাকতেই অলআউট হয়ে গেল পাপুয়া নিউগিনি। ৯৭ রানেই গুটিয়ে গিয়ে তারা হারল ৮৪ রানে।

টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের এটি সবচেয়ে বড় জয়। এর আগের জয়টি ছিল ৭১ রানের। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে এ জয় পেয়েছিল বাংলাদেশ।

এ জয় দিয়ে সুপার টুয়েলভও নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। এ জয় দিয়ে এখন ‘বি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। তবে পরের ম্যাচে ওমানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটল্যান্ডই।

 

No comments